ঢাবি ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী বহিষ্কার, বিচারের আওতায় আরও ৩০০

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২০, ২০২৫
০৩:০৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২৫
০৭:৫৮ অপরাহ্ন



ঢাবি ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী বহিষ্কার, বিচারের আওতায় আরও ৩০০

ঢাবি ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী বহিষ্কার, বিচারের আওতায় আরও ৩০০


ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া অভিযুক্ত ৩০০ জনকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

রবিবার (২০ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে চূড়ান্ত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

সভায় ছাত্রলীগের বিচার নিশ্চিত করার বিষয়ে জানানো হয়, তথ্যানুসন্ধ্যান কমিটির তদন্তের আলোকে ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরও অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শাহবাগ থানায় দুটি মামলায় অভিযুক্ত তিন শতাধিককে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্তদের চিহ্নিত ও আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

জিসি / ০৩