ভারতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৬, ২০২৫
০২:৫৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২৫
০৩:০০ অপরাহ্ন



ভারতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি

ভারতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি


ভারতের সবগুলো বিমানবন্দরের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে ভারতের কোনো একটি বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পরে বলে আশঙ্কা করছে ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।

বুধবার (৬ আগস্ট) হিন্দুস্তান টাইমস জানায়, এই সম্ভাব্য হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

গত ৪ আগস্ট বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সুরক্ষা শাখা এ সংক্রন্ত নির্দেশিকা জারি করে বিমানবন্দর, এয়ারস্ট্রিপ, হেলিপ্যাড, ফ্লাইং স্কুল এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সব বিমান চলাচল স্থাপনায় তাৎক্ষণিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

বিসিএএস অ্যাডভাইজরিতে বলা হয়, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করার' আহ্বান জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।

টার্মিনাল, পার্কিং এলাকা, পেরিমিটার জোন এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে টহল বাড়াতে বলা হয়েছে নিরাপত্তা কর্মীদের। 

তাছাড়া, জওয়ানদের সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কতা স্থিতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোকে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে সিটিসাইড সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। এই নির্দেশনা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য।

এদিকে বাণিজ্যিক বিমানে পণ্য লোড করার আগে সব কার্গো এবং মেইলের সুরক্ষা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বলা হয়েছে।

তাছাড়া সব কর্মী, ঠিকাদার এবং যাত্রীদের পরিচয় কঠোরভাবে যাচাই করতে হবে। যেকোনো অননুমোদিত অ্যাক্সেস অবিলম্বে রিপোর্ট করতে হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষকে সিসিটিভি পর্যবেক্ষণ নিশ্চিত করতে বলা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্টেলিজেন্স ব্যুরো এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাধ্যতামূলক করেছে বিসিএএস।

জিসি / ০২