সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫
০৩:১৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৫
০৩:১৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও প্রবীণ শিক্ষক আব্দুল হান্নানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের দক্ষিণ বাজারস্থ দখিন দাওয়া পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. রজত কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী বহির্বিশ্ব ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ডা. আবু সাঈদ আব্দুল্লাহ মুকুল, জুড়ী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম এবং মরহুমের ছেলে দৈনিক দেশ রূপান্তরের সাবেক সম্পাদক মোস্তফা মামুন।
রাবেয়া আদর্শ পাঠশালা ৮৭ ব্যাচের (৫ম শ্রেণি) আয়োজনে, আজাদ চৌধুরী-সামসুন নাহার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং শহিদুল ইসলাম তনয়ের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরহুমের ছেলে অ্যাডভোকেট মোস্তফা মহসিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. হোমারা ফেরদৌস তানিয়া, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল ইসলাম, প্রভাষক সাজেদা শারমিন, শিক্ষক সঞ্জয় হোসেন পাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, মরহুমের বন্ধু হাবিবুর রহমান, প্রভাষক আব্দুল খালিক, ডা. হেমন্ত পাল, জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দে, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নিমাল্য মিত্র সুমন, হাওররক্ষা আন্দোলনের নেতা খসরু চৌধুরী, গোলাম মোস্তফা পাবেল, বিপুল চক্রবর্তী ও রফিকুল ইসলাম টিপু প্রমুখ।শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এএফ/০১