টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

প্রতিনিধি তাহিরপুর


সেপ্টেম্বর ০৬, ২০২৫
০৪:১৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২৫
০৪:১৪ অপরাহ্ন



টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে বের হন তিনি।

এসময় টেকেরঘাট যাওয়ার পথে নিষিদ্ধ কোনাজাল দিয়ে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের প্রতিজনকে পাঁচ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাছাড়া শুধু ব্যবহারকারীকেই নয়, উৎপাদনকারীকেও ধরতে হবে। প্রয়োজন হলে আমদানী বন্ধ এবং স্থানীয়ভাবে উৎপাদন হওয়া ফ্যাক্টরীও বন্ধ করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, হাওরের জীববৈচিত্র্য, প্লাস্টিক দূষণ, যত্রতত্র মাছ ধরা ও পর্যটন বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা। তাছাড়া উপজেলায় একজন স্থায়ী মৎস্য কর্মকর্তা নিয়োগ এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে তিনি যেন লজিস্টিক সাপোর্ট পায় সে উদ্যোগ গ্রহণের কথা বলেছেন তিনি।


এএইএম-০১/এএফ-০৩