বাংলাদেশের প্রথম স্বয়ংচালিত বৈদ্যুতিক গাড়ি ‘সাস্ট অটোড্রাইভ’ এর নতুন কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২৫
০৮:২১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২৫
০৮:২১ অপরাহ্ন



বাংলাদেশের প্রথম স্বয়ংচালিত বৈদ্যুতিক গাড়ি ‘সাস্ট অটোড্রাইভ’ এর নতুন কমিটি


বাংলাদেশের প্রথম স্বয়ংচালিত বৈদ্যুতিক গাড়ি সাস্ট অটোড্রাইভ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে টেক লিড রেদওয়ান হাসান, ম্যানেজমেন্ট লিড আবদুল্লাহ আল আবীর ও ক্রিয়েটিভ কনটেন্ট ও প্রমোশন লিড বোরহানুর রহমান মুন মনোনীত হয়েছেন।

আজ  বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, মেকানিক্যাল ডিজাইন লিড অলিন হাসান, সেন্সর ইন্টিগ্রেশন লিড রওনক জাহান, ম্যানুফ্যাকচারিং লিড মেহরাব হাসান অপি, ভেহিকল ডায়নামিক্স লিড নয়ন মনি দাস,সিনিয়র মেকানিক্যাল পারফরম্যান্স অ্যানালিস্ট শিনথিয়া রহমান, নেভিগেশন সিস্টেম লিড এহসানুল করিম আসলাম ও স্লাম লিড তামজিদ বাবুল। 

উল্লেখ্য,  সাস্ট অটোড্রাইভ হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অগ্রণী দল, যা বাংলাদেশে স্বয়ংচালিত ও বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তি উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সাস্ট অটোড্রাইভ এর লক্ষ্য সফটওয়্যার, হার্ডওয়্যার এবং যান্ত্রিক সিস্টেমে উদ্ভাবন ঘটিয়ে নিরাপদ, বুদ্ধিমান এবং দক্ষ যানবাহন তৈরি করা, যা বাস্তব সড়কে চলতে সক্ষম। ধারণা থেকে শুরু করে সিমুলেশন, উৎপাদন এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ পর্যন্ত, সাস্ট অটোড্রাইভ গবেষণা, প্রকৌশল এবং সৃজনশীলতার সমন্বয়ে স্বয়ংচালিত চলাচলকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে।


এএফ/০৩