গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি


সেপ্টেম্বর ২০, ২০২৫
০৭:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৫
০৩:৩১ অপরাহ্ন



গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার


সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামী আলী আহমদ দা দিয়ে নিজের শরীরে নিজেই কুপানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে আহত অবস্থায় আলী আহমদকে  ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামের বসত ঘরে এ ঘটনা ঘটে।

ঘাতক স্বামী আলী আহমদ উপজেলার বগাইয়া মোকাম মহল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত স্বামী গত কয়েক মাস ধরে মানসিক রোগে ভূগছিলেন।

নিহত রুবেনা বেগম (৩০) উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। নিহত রুবেনা তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে মানসিক রোগে আক্রান্ত আলী আহমদ। আত্মীয় স্বজনরা তাকে চিকিৎসা করাচ্ছেন। শনিবার দুপুরে আলী আহমদ স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজেকেও দা দিয়ে কোপাতে শুরু করে। স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে এবং আহত অবস্থায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের মূল কারণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘাতক স্বামী নিজেও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


এমএম-০১/এএফ-০৩