নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫
০৯:২৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৫
০৯:৩৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের আলোচিত ঘটনার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনের এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল এ আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, তাকে আদালতে উপস্থাপন করে পুলিশ ৫ দিনের রিমাণ্ড চাইলে আদালত শুনানি শেষে একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘রবিবার আদালতে উপস্থাপন করে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমাণ্ড চাইলে আদালত একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।’
এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
সাহাব উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বেপরোয়া লুটপাটে সাদাপাথর পর্যটনকেন্দ্র নিঃশেষ হওয়ার ঘটনায় দেশব্যাপি তোলপাড় শুরু হলে গত ১১ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের সবধরণের পদ স্থগিতের তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে শুরু হয় বেপরোয়া পাথর ও বালু লুট। এই লুটের থাবা থেকে রক্ষা পায়নি হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সঙ্গী শাহ্ আরফিনের স্মৃতি বিজড়িত শাহ্ আরফিন টিলা, বাংলাদেশ রেলওয়ের অধিনস্থ দেশের একমাত্র রোপওয়ের বাঙ্কার এলাকা। সেই সঙ্গে শুরু হয় দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এর পাথর লুট। বেপরোয়া এই লুটপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতিসহ ৭ জন নেতা লিখিতভাবে বিষয়টি সিলেট জেলা বিএনপির কাছে। এ ঘটনায় তখন জেলা বিএনপি তদন্ত কমিটি গঠনও করে। তবে রহস্যময় কারণে সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দলের পক্ষ থেকে। চলতি বছরের আগস্টের প্রথমভাগে সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর নিঃশেষ হওয়ার ঘটনায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় একটি প্রতিবেদন ছাপা হলে বিষয়টি দেশব্যাপী জানাজানি হয়। শুরু হয় তোলপাড়। এরপর ১১ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করে বিএনপি। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনেও ব্যাপক রদবদল হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়।
এএফ/০৫