পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রীর বৈঠক

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৫, ২০২৫
০৩:৩৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৫
০৮:৪১ অপরাহ্ন



পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রীর বৈঠক


নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের আলোচনায় গণতান্ত্রিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পানি ব্যবস্থাপনা সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।

উভয়পক্ষ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য তাদের অভিপ্রায় পুনর্ব্যক্ত করে, যা গণতন্ত্র, টেকসইতা এবং বহুপাক্ষিকতার ভাগ করা মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি।

জিসি / ০৩