দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২৫
০১:৪৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২৫
০১:৫১ অপরাহ্ন



দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি।

উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।

এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার থেকে আগামী শুক্রবার ৩ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে ট্রাকে পণ্য ওঠা-নামার কাজ চলছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ৬ দিন ছুটি ঘোষণা করা হলেও সরকারী ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি বিজয়া দশমীর দিনেও কেউ ভারতে যেতে চাইলে বা ভারত থেকে দেশে আসতে চাইলে আসতে পারবে।

জিসি / ০১