সিলেট মিরর ডেস্ক
                        অক্টোবর ০৫, ২০২৫
                        
                        ০৫:৫২ অপরাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ০৬, ২০২৫
                        
                        ০৬:০৭ অপরাহ্ন
                             	
 
                             চীনের অনুদানে রেলওয়েতে আসছে ২০ মিটারগেজ ইঞ্জিন
 
    চীন থেকে ২০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের এসব ইঞ্জিন পুরোপুরি বিনা পয়সায় বা অনুদান হিসেবে দেবে চীন। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী দুই বছরের মধ্যে চীনের অনুদানের ইঞ্জিন পাওয়ার প্রত্যাশা করছে রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে মিটারগেজ ইঞ্জিনের সংকট চরমে। প্রতিদিনই যাত্রী ও মালবাহী ট্রেনের একাধিক যাত্রা বাতিল করতে হচ্ছে। শুধু গত জুন মাসেই পূর্বাঞ্চলে লোকাল, মেইল, কমিউটার ও মালবাহী মিলিয়ে ৪৩৫টি ট্রেন চলাচল বাতিল হয়। ইঞ্জিনের অভাবে চট্টগ্রাম বন্দরে এক হাজারের বেশি কনটেইনার আটকে আছে।
বর্তমানে রেলে যুক্তরাষ্ট্র, জার্মানি, কোরিয়া, ভারতসহ নয়টি দেশের ইঞ্জিন রয়েছে। চীন থেকে ইঞ্জিন আমদানি হয়নি। তবে দেশটি থেকে কয়েক দফায় কোচ আমদানি করা হয়েছে। অনুদানের ইঞ্জিন এলে দশম দেশ হিসেবে রেলের ইঞ্জিনের নির্মাতা হিসেবে চীনের নাম উঠবে।
জিসি / ০৬