সংঘর্ষে আফগানিস্তানের ২০০ নিহতের দাবি পাকিস্তানের

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২৫
০৭:৩২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২৫
০৭:৩৫ পূর্বাহ্ন



সংঘর্ষে আফগানিস্তানের ২০০ নিহতের দাবি পাকিস্তানের

সংঘর্ষে আফগানিস্তানের ২০০ নিহতের দাবি পাকিস্তানের


পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, রাতভর সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ যোদ্ধা নিহত হয়েছেন। এ সময় নিজেদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন বলেও স্বীকার করে পাকিস্তান।

রবিবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবান শিবির, চেকপোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গুলিবর্ষণ এবং হামলার পাশাপাশি স্থল অভিযান চালানো হয়

বিবৃতিতে আরও বলা হয়, এ সময় তাদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন এবং ২৯ জন আহত হয়। অন্যদিকে, তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২ শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে।

জিসি / ০২