খেলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫
০৫:৫৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২৫
০৫:৫৪ অপরাহ্ন
সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী এই ম্যাচকে কেন্দ্র করে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। এর মধ্যে অন্তত তিনজনকে টিকিট কালোবাজারির অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য জানাতে পারেনি সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মোবাশ্বির জানান, টিকিট কালোবাজারির পাশাপাশি দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াসহ আরও কিছু অনিয়মের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বর্তমানে আটক ব্যক্তিরা বিমানবন্দর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আরসি-০২