বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২০
১০:০৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ বিষয়টি নিশ্চিত করছেন।

সোমবার দিবাগত রাত ৩ টায় রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিকেগ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আবদুল মাজেদকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে।  সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময়ে খবর এসেছে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়ত করোনার ভয়ে চলে এসেছে।

 

এএফ/০৫