নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৪, ২০২৬
০২:২৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গুরুত্বপূর্ণ ‘ইশতেহার বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হককে। ৮ সদস্যের এ কমিটিতে সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালিনা কমিটির কার্যক্রম গতিশীলতা আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধি ভিত্তিক নিম্নোক্ত উপ-কমিটি গঠন করা হলো।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম, তুহিন মাহমুদ।
এএফ/০১