পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৩, ২০২৬
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৩, ২০২৬
০৪:৪৭ অপরাহ্ন



পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা


নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি না, সেটা পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার। শিগগিরই পে কমিশন পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। 

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা।

 এদিকে, জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জের, এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশজুড়ে এলপি গ্যাস নিয়ে কাজ চলছে। জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জের, এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে।

নির্বাচন উপলক্ষে বডি অন ক্যামেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অর্থ রয়েছে, সেখান থেকেই কেনা হবে।

জিসি / ০২