১২ দিনে এলো ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৪, ২০২৬
০৩:৩৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২৬
০৩:৩৬ অপরাহ্ন



১২ দিনে এলো ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স

১২ দিনে এলো ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স


চলতি বছরের জানুয়ারির প্রথম ১২ দিনেই দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১৪৬ কোটি মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ১৭ লাখ ডলার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা চলতি বছরের তুলনায় অনেক কম।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১২ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৪০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ কোটি ৫০ লাখ ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলারে পৌঁছায়। এটি ২০২৫-২৬ অর্থবছরের কোনো একক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

জিসি / ০৪