হবিগঞ্জে অলিগলিতে কাউন্সিলরের প্রচার

হবিগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন



হবিগঞ্জে অলিগলিতে কাউন্সিলরের প্রচার

 

হবিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে দিনব্যাপী সচেতনামূলক কর্মকাণ্ড চালিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম। জনগনকে সচেতন করতে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার অলিগলিতে দিনব্যাপী এই প্রচার কার্যক্রম পরিচালনা করনে তিনি।

 

এ সময় তিনি নিজে মুখে মাস্ক পরেন ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করেন এবং অন্যকেও এগুলো ব্যবহার করতে উৎসাহ দেন। একই সাথে হাতে মাইক নিয়ে পুরো এলাকায় মাইকিং করে সবাইকে ঘরে থাকার পরমর্শ দেন। 

 

আজ শনিবার (২৮ মার্চ) সকাল  থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার শায়েস্তানগর, মাছুলিয়া, অনন্তপুর, মাহমুদাবাদসহ ওয়ার্ডের হাট-বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো, ওষুধ ও মুদি দোকানের সামনে দূরত্ব বজায় রাখার বৃত্ত তৈরি, মাস্ক-গ্লাভস বিতরণ ও সচেতনামূলক প্রচার চালান তিনি। একই ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাত ধোয়ারও ব্যবস্থা করে দেন এই কাউন্সিলর। জনস্বার্থে, দেশের স্বার্থে সরকারের বিভিন্ন পদক্ষেপ মেনে চলার আহ্বান জানিয়ে হ্যান্ড মাইকে প্রচার চালান তিনি।