নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০১, ২০২০
১০:৫৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২০
১১:১৩ অপরাহ্ন
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ সেট পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) প্রদান করেছেন কলেজের ১৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রাক্তন প্রভাষক ডা. আছমা বেগম লিজার পিতা ও আটাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার জলিল।
আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনের কাছে পিপিই হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদসহ অনেকেই। ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালকে পিপিই প্রদান করায় কর্তৃপক্ষ আব্দুল জব্বার জলিলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এনএ/বিএ-০৫