নগরে র‌্যাবের সচেতনতামূলক প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২০
০৭:১১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৯:২৬ অপরাহ্ন



নগরে র‌্যাবের সচেতনতামূলক প্রচারাভিযান


করোনাভাইরাস সচেতনতা নিশ্চিতে নগরে প্রচারাভিজান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৯ (র‌্যাব)। এসময় তাদের নগরের বিভিন্ন এলাকায় সচেতনামূলক মাইকিং করতেও দেখা যায়।   

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় এই প্রচারাভিযান শুরু হয়। মাইকিংয়ের মাধ্যমে তারা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান সবাইকে। এসময় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে দেখা যায় তাদের। নগরের নিরাপত্তা জোরদারে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায় তাদের।

র‌্যাব-৯ এর এএসপি সত্যজিত কুমার ঘোষ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ি আমরা কাজ করছি। চেষ্টা করছি মানুষের সচেতনতা বৃদ্ধি করার এবং তারা যাতে ঘরে থাকেন সেটি নিশ্চিত করার। নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করা, অপ্রয়োজনে কেউ বাইরে না যাওয়া, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা, প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রাখার বিষয়ে জোর দিচ্ছে প্রশাসন। জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে নিশ্চিত করতে সহযোগিতা করছি আমরা।

তিনি বলেন, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে তার জন্য প্রস্তুত রয়েছে র‌্যাব।