অসচ্ছল সংস্কৃতিকর্মী-শিল্পীদের পাশে শিল্পকলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন



অসচ্ছল সংস্কৃতিকর্মী-শিল্পীদের পাশে শিল্পকলা একাডেমি

সিলেটের অসচ্ছল সংস্কৃতিকর্মী, শিল্পী ও দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে তাঁদের খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ এবং টিবিগেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি হয়।

xyz
অসচ্ছল ৪৫ জন সংস্কৃতিকর্মী ও শিল্পী এবং দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

 

জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত ৪৫ জন অসচ্ছল সংস্কৃতিকর্মী ও শিল্পী এবং দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী এবং ৫০ জন শ্রমজীবী দুস্থ অসহায় মানুষের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন শিল্পকলা একাডেমি কর্মচারী নুরে আলম, মনতাজুর রহমান চৌধুরী, বিধুভূষণ রায় এবং প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও বিজয়নন্দী।