তুরস্কের বিশ্বকাপ খেলা ফুটবলারের করোনা জয়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন



তুরস্কের বিশ্বকাপ খেলা ফুটবলারের করোনা জয়

করোনাভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত তুরস্কের বিশ্বকাপ খেলা ফুটবলার রুস্তু রেকবার। ৪৬ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা গোলরক্ষক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ইসিল রেকবার।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে রেকবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইসিল ক্যাপশনে লিখেছেন, ১১টা কঠিন দিন পার করার পর আমার স্বামী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

এর আগে গত ২৮ মার্চ ইসিল রেকবার ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, আমি, আমার ছেলে ও মেয়ে সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কেবল আমার স্বামী রুস্তুর রিপোর্টই পজেটিভ ছিল। রুস্তু একা হাসপাতালে ভর্তি। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

রুস্তু রেকবার ২০০২ সালের বিশ্বকাপে নান্দনিক পারফরম্যান্স করে তুরস্ককে চমকে দিয়েছিলেন। বিশ্বকাপের সেই আসরে সেমিফাইনালে খেলেছিল তুরস্ক। ১৯৯৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তুরস্কের হয়ে ১২০ ম্যাচ খেলেছেন রেকবার।

চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসকে কেউ যেন হাল্কাভাবে না নেন সে জন্য সবাইকে অনুরোধ করেছেন রুস্তুর স্ত্রী।

এআরআর-০৩/বিএ-১০