ব্রাজিলে জরিমানার ৩ কোটি টাকায় করোনা তহবিলে

খেলা ডেস্ক


এপ্রিল ০৯, ২০২০
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০১:১১ পূর্বাহ্ন



ব্রাজিলে জরিমানার ৩ কোটি টাকায় করোনা তহবিলে

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাসপাতালগুলোকে আর্থিক সহায়তা দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে ব্রাজিলের ক্রীড়া আদালত। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে গত এক বছরে জরিমানার ৩ কোটিার চেয়ে বেশি টাকা জমা দেওয়া হবে করোনা তহবিলে। নানা অভিযোগ ও অপরাধে অনেক ক্লাবকেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়।

লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। সারা পৃথিবীতে প্রাণ হারিয়েছেন ৭৫ হাজারের বেশি। করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বের অনেক তারকা থেকে শুরু করে বড় বড় ক্লাবও। করোনার থাবা থেকে রক্ষা পায়নি ব্রাজিলও। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪০০ জনের মতো। এমন পরিস্থিতিতে ব্রাজিলে করোনা দুর্গতদের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষকে ১০ টন খাদ্য দেন দেশটির সাবেক ফুটবলার কার্লোস দুঙ্গা। বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে ব্রাজিলে। করোনার তহবিলে এবার যাবে ব্রাজিলের ক্লাব-খেলোয়াড়দের জরিমানার অর্থ। যেসব ক্লাব এবং খেলোয়াড় জরিমানা গুনেছিলেন সেই অর্থ করোনার তহবিলে দেওয়া হবে বলে জানায় ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনাল। বিধি লঙ্ঘনসহ নানা অভিযোগে অভিযুক্ত খেলোয়াড়দের জরিমানা করা হয়েছিল। তাদের জরিমানার অর্থ থেকে ৯০ ভাগ চলে যাবে হাসপাতালে। আর ক্লাবগুলো চাইলে স্থানীয় প্রতিষ্ঠানে অথবা কোনো হাসপাতালে জরিমানার অর্থটা দিতে পারবে। গত বছর ক্লাব ও খেলোয়াড়দের কাছ থেকে মোট দুই মিলিয়ন রিয়েস (৩ লাখ ৮০ হাজার ৩৪৩ ডলার) জরিমানা আদায় করেছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২৩ লাখ ২৯ হাজার ১৫৫ টাকা।

এআরআর-০৬/বিএ-১৬