আর্সেনাল ৩০ হাজার মানুষকে খাবার দেবে

খেলা ডেস্ক


এপ্রিল ১৩, ২০২০
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২০
০২:৩০ পূর্বাহ্ন



আর্সেনাল ৩০ হাজার মানুষকে খাবার দেবে

করোনাভাইরাস মোকাবেলায় ৩০ হাজারের বেশি অসহায় মানুষকে বিনামূল্যে খাবার দেবে আর্সেনাল। পাশাপাশি তাদের স্যানিটারি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপকরণও সরবরাহ করবে ইংলিশ ক্লাবটি। স্থানীয় সংস্থাগুলোতে ১ লাখ পাউন্ড ও কোভিড-১৯ সংকট তহবিলে ৫০ হাজার পাউন্ড অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

নর্থ লন্ডনের ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ইজলিংটনে ১৫ টন জরুরি জিনিসপত্র পাঠাতে তারা এইচআইএস চার্চের সঙ্গে যোগ দিয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং উলভারহ্যাম্পটনও  জাতীয় স্বাস্থ্য সংস্থার জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করে।

এআরআর-০১/বিএ-১২