খেলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২০
০৩:৩০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০৮:৫৫ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন মারুয়ান ফেলাইনি। চীনের জিনান শহরের এক হাসপাতালের বেডে কেটে গেছে তার তিনটি সপ্তাহ। চিকিৎসা পর্ব দীর্ঘ হলেও জিতেছেন শ্যানডং লুনেং-র এ তারকা মিডফিল্ডারই।
প্রাণঘাতী এই ভাইরাসকে হারিয়ে দিয়ে অবশেষে ঘরে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই প্লেমেকার। চীনা সুপার লিগের ক্লাবটি এক বিবৃতিতে খবরটা নিশ্চিত করেছে, ‘ফেলাইনির মেডিকেল চেক-আপ করা হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
তবে এখনই ঘরের বাইরে অনুশীলন করার অনুমতি নেই ফেলাইনির। অনুমতি নেই বাইরে বেড়ানোরও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেলাইনিকে আগামী ১৪ দিন নিয়ম মেনে গৃহবন্দী থাকতে হবে।
তবে হাসপাতালে একেবারে শুয়ে বসে কাটেনি ফেলাইনির সময়। নিজেকে ফিট রাখতে একাকী অনুশীলন করে গেছেন। অনুশীলনের ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্যও নিয়মিত দিয়ে গেছেন ভক্ত সমর্থকদের।
এআরআর-১০/বিএ-২১