খেলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০২০
০৭:৪৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৭:৪৮ অপরাহ্ন
কাতারে ২০২২ বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্মাণে নিয়োজিত শ্রমিকদের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও তিনজন কভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এই নিয়ে স্টেডিয়াম নির্মাণকাজে জড়িতদের ৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
করোনার প্রকোপ রুখতে কাতারে আগেই বন্ধ করা হয় মসজিদ, পার্ক, রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ সমাবেশস্থল। তবে সংকটের মাঝেও বিশ্বকাপ স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজে চালু রাখে দেশটি। এ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছিল গত সপ্তাহে। কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সংস্থাটি। এর মাঝেই বুধবার শ্রমিকদের প্রথম করোনায় আক্রান্তের খবর আসে।
করোনায় আক্রান্ত নির্মাণ শ্রমিকদের সবাইকে বেতন দেয়া অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তাদের ফ্রি চিকিৎসাও দেয়ার ঘোষণাও এসেছে।
২০২২ সালের নভেম্বরে-ডিসেম্বরে মোট আটটি ভেন্যুতে কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। চলমান করোনা ভাইরাস সংকট এই সূচিতে কোনো প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস আয়োজক দেশটির।
এআরআর-৮/আরসি-১৪