বড়লেখায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২০
০৭:৫৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



বড়লেখায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পৌরশহরে অভিযান চালিয়েছেন। 

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা এ অভিযান চালান। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, পৌরশহরের দুইটি মোদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে একটি ইলেক্ট্রনিক্সের দোকান খোলা রাখায় দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুইজন মোদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় একজন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এনপি-০২/এএফ-১২