করোনাভাইরাসে আক্রান্ত জামালপুরের সিভিল সার্জন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২০
০৫:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৫:৩৩ পূর্বাহ্ন



করোনাভাইরাসে আক্রান্ত জামালপুরের সিভিল সার্জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জামালপুরের সিভিল সার্জন। এছাড়া জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ মোট ছয়জন নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কোয়ারেন্টিনে থাকা জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় সিভিল সার্জন এএসএম মাহবুবুর রহমান, জামালপুর জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ ছয়জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শফিকুজ্জামান জানান, তিনিও মঙ্গলবার সন্ধ্যায় হোম কোয়ারেন্টিনে গেছেন। সিভিল সার্জনের করোনা শনাক্ত হবার পর তিনি হোম কোয়ারেন্টিনে চলে যান।

এ নিয়ে জেলায় মোট ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হল জানিয়ে তিনি বলেন, জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়াদের মাঝে ১০ জন চিকিৎসকসহ ২৬ জনই স্বাস্থ্য কর্মী।

আক্রান্তদের ২৬ জন শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে আছেন। দুই স্বাস্থ্য কর্মীসহ চার জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।

বিএ-২০