কোয়ারেন্টিনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন



কোয়ারেন্টিনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

সন্দেহভাজন করোনাভাইরাসের রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকা এক পুলিশের এক সদস্য মারা গেছেন। তিনি ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ জসিম (৪০)। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বেশ কিছুদিন ধরেই জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার রাতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনিয়ে ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের দুই সদস্যের মৃত্যু হল।

বিএ-০১