প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন



প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলো শ্রীপুর উপজেলার আবদার গ্রামের আরছোপ আলীর ছেলে কাজিম উদ্দিন (৫০), আলাল উদ্দিনের ছেলে মো. বশির (২৬), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফকিরপাড়ার হবি উদ্দিনের ছেলে মো. হেলাল (৩০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাবি গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. হানিফ (৩২) এবং দোয়ারাবাজার উপজেলার কাঁঠালবাড়ির আজিদ উল্লাহর ছেলে এলাহী মিয়া (৩৫)। 

এ নিয়ে এই হত্যাকাণ্ডে ছয় জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়, যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে আবদার এলাকায় একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় নিজেদের ঘরে একটি কক্ষে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে গলা কেটে হত্যা করে হামলাকারীরা।

ওই ঘটনায় প্রবাসীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

বিএ-০১