বিশ্ব ক্রিকেটের ‘বড় ভাই’ হতে চায় ভারত

খেলা ডেস্ক


এপ্রিল ৩০, ২০২০
০৮:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
০৮:৫৫ পূর্বাহ্ন



বিশ্ব ক্রিকেটের ‘বড় ভাই’ হতে চায় ভারত

করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্যান্য খেলার মতই ক্রিকেট অর্থনীতিতে বড়সড় আঘাত হেনেছে। একের পর এক সিরিজ বন্ধ হয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এইসব কারণে সবচেয়ে বড় সমস্যায় পড়ে গেছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, উইন্ডিজের মতো দরিদ্র ক্রিকেট বোর্ডগুলো। এমনকী অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও ভারতে থেকে সহযোগিতা কামনা করেছে। এই মহাবিপদে সহযোগিতার হাত বাড়াতে রাজি আছে বিসিসিআই।
ধনী বোর্ড হিসেবে সব বোর্ডকেই সহযোগিতার কথা জানিয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা অরুণ ধুমল, 'কঠিন সময়ে আমরা সকলের কাছে বড় ভাইয়ের ভূমিকা পালন করতে চাই। আইসিসি বৈঠকে জয় শাহ একটি খসড়া পেশ করেছিল। সেটি প্রশংসিত হয়। করোনার পরে পরিস্থিতি মোটেই এক থাকবে না। সবাই ক্ষতিগ্রস্ত হবে। সচিব জয় শাহ ইতিমধ্যেই আইসিসিতে জানিয়েছেন, সব বোর্ডকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় বিসিসিআই। আমরা ক্রিকেটের অর্থনীতি বুঝি। করোনার পরে আমরা সবগুলো বোর্ডকেই সাহায্য করব যাতে ওরা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে।'
আইসিসির বর্তমান সূচি অনুযায়ী বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ভারতের। তবে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই অতিরিক্ত আরো একটি টেস্ট খেলার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমানে ভারত শুধু ইংল্যান্ড বাদে অন্য কোনো দেশের সঙ্গেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে না। বিসিসিআই যদিও এই অতিরিক্ত টেস্টের বিষয়ে অস্ট্রেলিয়াকে সবুজ সংকেত দেয়নি। ভবিষ্যতে এফটিপি পরিবর্তন করে হলেও সহযোগিতার কথা ভাবছে বিসিসিআই।

এআরআর/০৪