বছরের শেষ সুপারমুন আজ রাতে

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২০
১০:৫৪ অপরাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
১০:৫৫ অপরাহ্ন



বছরের শেষ সুপারমুন আজ রাতে

বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আজ বৃহস্পতিবার (৭ মে)। রাতে চাঁদ উঠলে এ সুপারমুন দেখতে পাবেন পৃথিবীবাসী। ২০২০ সালের এটাই হবে শেষ সুপারমুন। সুপারমুনের নাম রাখা হয়েছে ‘ফ্লাওয়ার’। 

জানা গেছে, সুপারমুনের নাম ‘ফ্লাওয়ার’ নাম রাখার কারণ হচ্ছে মে মাসে সবচেয়ে বেশি ফুল ফোটে। তবে এবারের চাঁদ আগের সুপারমুন থেকে অনেক বড় দেখাবে।

আজ ৭ মে বৃহস্পতিবার বছরের শেষ সুপারমুনের সাক্ষী থাকবে পৃথিবীর মানুষ। এর আগে গত ৯ মার্চ ও ৭ এপ্রিল আকাশে সুপারমুন দেখা গিয়েছিল। সুপারমুন সাধারণত ৬ শতাংশ বড় দেখায়।

বিজ্ঞানীরা জানান, এবারের পূর্ণিমার চাঁদ দেখতে ফুলের মতো সুন্দর হবে। তাই এর নাম ‘ফ্লাওয়ার’ মুন। এছাড়া চাঁদটিকে ‘মাদারস মুন’, ‘মিল্ক মুন’, ‘বাক অন প্লান্টিং’ ও বলা হয়।

এ সময়ে চাঁদ একেবারে পৃথিবীর কাছে চলে আসে। তাই অন্য সময়ের চেয়ে ৬ শতাংশ বেশি উজ্জ্বল থাকবে। দৃশ্যটি বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বিজ্ঞান বলছে, চাঁদ কখনো কখনো পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায়, আবার কখনো কাছে চলে আসে। সব সময় সমান দূরত্ব নিয়ে ঘোরে না। তাই যখন কাছে চলে আসে; তখনই হয় ‘সুপারমুন’।

 

এএফ-০৮