খেলা ডেস্ক
মে ০৯, ২০২০
১২:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন
জার্মান ফুটবলে ১০ জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তারপরও বুন্দেসলিগা মাঠে গড়াচ্ছে ১৬ মে থেকে। আর সেরি এ এর আটজন ফুটবলার করোনায় পজিটিভ। ফলে ইতালিয়ান লিগ এখন বাতিলের পথে। তাদের চেয়ে খারাপ খবর এসেছে ব্রাজিলিয়ান সেরি এ থেকে। এফসি ফ্ল্যামেঙ্গোর সঙ্গে জড়িত ৩৮ জন ব্যক্তি করোনায় পজিটিভ। তার মধ্যে রয়েছেন ক্লাবটির সিনিয়র দলের ৩ জন ফুটবলার।
২০১৯ কোপা লির্বাতাদোরেস বিজয়ীরা কোভিড-১৯ পরীক্ষা করেছিল সব মিলিয়ে ২৯৩ জনের। দক্ষিণ আমেরিকান ও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি জানিয়েছে, আক্রান্ত কারোর মধ্যেই কোনো ধরনের উপসর্গ নেই। এছাড়া ১১ জন এর আগেও করোনায় পজিটিভ হয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন দুজন ফুটবলার। যে সব ফুটবলারের পরিবারের সদস্য বা কর্মচারী পজিটিভ ধরা পড়েছেন। তারাও কোয়ারেন্টিনে চলে যাবেন। প্রতিদিন তাদের প্রাণঘাতী ভাইরাসের লক্ষণ পর্যবেক্ষণ করা হবে। সঙ্গে হবে নতুন করে পরীক্ষা।
এআরআর/০২