মুস্তাফিজের দুই রকমের মানসিকতা চান গিবসন

খেলা ডেস্ক


মে ১০, ২০২০
১১:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১১:০৯ পূর্বাহ্ন



মুস্তাফিজের দুই রকমের মানসিকতা চান গিবসন

 

গত ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টের দল থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। তার আগে-পরে ভারত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি তার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো জানান, টেস্ট খেলতে হলে মুস্তাফিজকে আরও প্রস্তুত হতে হবে। কাজ করতে হবে টেকনিক নিয়ে।

সেই টেকনিক নিয়েই কাজ করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। তার মতে, মুস্তাফিজ সাদা বলের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও দারুণ কার্যকর হতে পারে। তবে দুই ফরম্যাটের জন্য তার দুই রকমের মানসিকতা তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকান বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টের জায়গায় দায়িত্ব পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গিবসন মনে করেন, টেস্টে ভালো করার সামর্থ আছে ফিজের।

দারুণ এক বাঁ-হাতি পেস বোলার সে, ‘আমি মনে করি, মুস্তাফিজের বোলিংয়ে সেই গভীরতা আছে। টেস্টে এখনও অবদান রাখার সামর্থ আছে তার। ফিজের ব্যাপারে মজার দিক হলো, সে এরই মধ্যে অনেক সাদা বলের ক্রিকেট খেলে ফেলেছে। অনেক ভেরিয়েশন শিখেছে। টেস্টে এটাই প্রভাব ফেলেছে। কারণ দুই সংস্করণের মানসিকতা দুই রকম। ওই তাই এখন দুই রকমের মানসিকতা তৈরি করতে হবে।’ ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিষয়টির ব্যাখ্যাও দেন ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ।

গিবসন জানান, তিনি বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছেন। মুস্তাফিজকে টেস্টে ফেরানো নিয়ে তিনি খুবই আশাবাদী। তার মতে, প্রতিভাবান এক বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। মাঠে ব্যাটসম্যানদের ওপর প্রভাব খাটানোর সামর্থ আছে তার। টেস্টেও দারুণ কার্যকর বোলার হয়ে উঠতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত ফিজ। হয়ে উঠতে পারেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা। তার জন্য মুস্তাফিজকে দায়িত্ব নিতে হবে। তরুণ বোলারদের শেখানোর ভার নিতে হবে।

 

এআরআর/০১