স্বপ্ন যাদের মেসি-রোনালদিনহোর শবযাত্রায় নাচা!

খেলা ডেস্ক


মে ১১, ২০২০
০৮:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৮:৩৯ পূর্বাহ্ন



স্বপ্ন যাদের মেসি-রোনালদিনহোর শবযাত্রায় নাচা!

স্বপ্ন যাদের মেসি-রোনালদিনহোর শবযাত্রায় নাচা! স্বল্প সময় সোশ্যাল সাইটে ঢু মারলেও এই চারজন চেনা যায়। তারা এখন ইন্টারনেটে ভাইরাল। বিশ্বের বড় বড় গণমাধ্যম তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। এরা হলেন  'ডেন্সিং পলবিয়ারারস'। যারা কোনো মানুষের শবযাত্রা আনন্দময় করে তোলার জন্য নেচে নেচে কফিন বয়ে নিয়ে যান। এই চারজনের বিশেষ এক ইচ্ছা আছে, যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য!
ঘানার বাসিন্দা বেঞ্জামিন আইদু এই দলের প্রধান এবং প্রতিষ্ঠাতা। তিনি ২০০৭ সালে ঘানার আক্রায় নানা ওতাফ্রিজা পলবিয়ারিং নামের এক প্রতিষ্ঠান খোলেন। তাদের প্রতিষ্ঠানের থিম হলো, নেচে গেয়ে শবযাত্রায় থাকা মৃতের স্বজনদের মানসিকভাবে চাঙ্গা রাখা এবং এর মাধ্যমে মৃত ব্যক্তির প্রতি সম্মান জানানো। আইদু বলেন, 'অনেক মানুষ এখন আর কাঁদতে চায় না। তবে অনেকেই আবার কাঁদে। আমরা দুই পক্ষকেই খুশি রাখার জন্য এই উদ্যোগ নিয়েছি।
আফ্রিকার দরিদ্র দেশ ঘানায় ফুটবল বেশ জনপ্রিয়। আইদুর প্রিয় তারকারা হলেন আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসি আর ব্রাজিলের রোনালদিনহো। এক সাক্ষাতকারে আইদু বলেছেন, 'যদি সুযোগ পাই, স্বপ্ন দেখি রোনালদিনহোর শেষকৃত্যে নাচছি। এরপর ম্যারাডোনা এবং সবশেষে মেসি। রোনালদিনহো হচ্ছেন এমন একজন যিনি সব সময় আমাকে মুগ্ধ করেছেন। এটা হচ্ছে একজন নৃত্যশিল্পীর পক্ষ থেকে আরেক শিল্পীর প্রতি অর্ঘ্য যিনি ফুটবল মাঠেই নাচতেন। আমি অবশ্যই তাদের দীর্ঘায়ু কামনা করি।'
আইদু বার্সেলোনার কট্টর ভক্ত হলেও তিনি লুইস সুয়ারেসকে দুই চোখে দেখতে পারেন না! কারণ ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে হাত দিয়ে বল ঠেকিয়ে প্রথমবারের মতো ঘানার বিশ্বকাপ সেমিফাইনালে যাওয়া আটকে দিয়েছিলেন এই উরুগুয়ের তারকা। আইদুর ভাষায়, 'যখনই এই খেলোয়াড়কে দেখি, যখনই সুয়ারেজ নামটা শুনি আমার মন খারাপ হয়। লজ্জা পাই। তার এক হাতের কারণে আমার ঘানা দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেনি, এটা জঘন্য একটা অনুভূতি।'

এআরআর/০৬