সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২০
০৫:১৪ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৫:১৪ অপরাহ্ন
চলমান করোনা পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, টেস্ট করতে তিন দিন সময় লাগে আর রেজাল্ট পেতে সময় লাগে আরো ৭ দিন। দেখা যায় ১০ দিনে রোগী মারা যাচ্ছে। তাই দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার বিকল্প নেই।
আজ সোমবার (১১ মে) এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, করোনা মোকাবিলায় দেশে কুইক টেস্টিং জরুরি হয়ে উঠেছে। দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে রোগীর চিকিৎসায় চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যে পদ্ধতিতে করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে, তা শতভাগ সঠিক ফল দিচ্ছে না। নমুনা সংগ্রহ থেকে বিভিন্ন কারণেই সঠিক ফল আসছে না। সে ক্ষেত্রে কুইক টেস্ট হলে পরীক্ষার ফল ভালো হবে।
জেডএসএস-০২/এএফ-০৬