জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ সবজির ক্ষতি, স্থানীয়দের ধাওয়ায় পিছু হটলো বিএসএফ

জকিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২৫
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২৫
০৮:১৪ অপরাহ্ন



জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ সবজির ক্ষতি, স্থানীয়দের ধাওয়ায় পিছু হটলো বিএসএফ


সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের কাজে বাধা দেওয়া, তাদের ক্ষেতের সবজি মাড়ানো এবং মাচার খুঁটি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে। এ সময় ক্ষুব্ধ কৃষক ও জনতা জড়ো হয়ে তাদের বাধা দেন। তাদের প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ।

আজ রবিবার (২ নভেম্বর) সকালে রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ সীমান্তের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামসংলগ্ন বর্ডার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুরমা নদী পার হয়ে বাংলাদেশের সীমান্তে কৃষকদের কাজে বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাহিদ আহমদ লস্কর বিএসএফকে ভিডিও ধারণ করে তাদের বেধে রাখার হুমকি দিলে পিছু হটে বিএসএফ।

স্থানীয় বাহার উদ্দিন জানান, বাংলাদেশের কৃষকরা যখন নিজেদের সবজিখেতে কাজ করছিলেন, তখন বিএসএফ সদস্যরা সীমানা অতিক্রম করে কৃষিজমিতে তার সবজি মাড়িয়ে মাচা ভেঙ্গে ফেলে। স্থানীয়রা  প্রতিবাদ করায় বিএসএফ পিছু হটে এক সময় চলে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ সদস্যরা শুধু কৃষকদের কাজে বাধাই দেননি, তারা সবজিক্ষেতের বাঁশ-কোঠা ও স্থাপনা ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিহত করেন এবং নিজেদের জীবন বাজী রেখে দেশের মাটি রক্ষা করেন 

বিএসএফের এমন আচরণের খবর দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে রসুলপুর গ্রামের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে নিজ সীমান্তে ফিরে যায়।

এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার বলেন, বিএসএফ পিলার দেখতে এসে ২০ গজ ভিতরে ডুকে শস্য খেতে পাড়াপাড়ি করেছে। বাংলাদেশীরা প্রতিহত করেছে এবং আমরা সাথে সাথে  আমাদের পেট্রোল তাদের পেট্রোলের সাথে মিট করেছে।আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিহত করেছি যাতে পুনরায় আর না করে এমন কাজ বিএসএফ

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা বলেন,এটা আমাদের দেশের ভূমি। আমাদের সীমা নির্ধারিত আছে—কেউ আমাদের জমিতে হস্তক্ষেপ করতে পারবে না।


এএফ/০৫