করোনায় ১০৮ সংবাদকর্মী আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
১১:৪৬ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
১১:৪৬ অপরাহ্ন



করোনায় ১০৮ সংবাদকর্মী আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবির খোকন মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন-দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

৪৯টি গণমাধ্যমের মধ্যে রয়েছে- ২২টি পত্রিকা, ২০টি টেলিভিশন, চারটি নিউজ পোর্টাল, দুইটি রেডিও ও একটি বার্তা সংস্থা।

সবচেয়ে বেশী সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও এনটিভির। ইত্তেফাকে ৫ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারীসহ আক্রান্ত মোট ১৭ জন।

এনটিভির ২ জন রিপোর্টার, ১ জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের ১ জন কর্মকর্তা, ৬ জন ক্যামেরাম্যান, ২ জন নিউজ প্রেজেন্টার, ১ জন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৩ জনসহ মোট আক্রান্ত ১৫।

জেএসএস/বিএ-১৪