ডাকাতিতে অভিযুক্ত ফুটবলারদের আত্মসমর্পণ

খেলা ডেস্ক


মে ১৮, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন



ডাকাতিতে অভিযুক্ত ফুটবলারদের আত্মসমর্পণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশের হাতে আত্মসমর্পণ করেছেন ডাকাতিতে অভিযুক্ত দুই ফুটবলার ডিনড্রে বাকের ও কুইন্টন ডানবার। তারা একটি পার্টিতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে অতিথিদের কাছ থেকে নগদ অর্থ ও দামি হাতঘড়ি নিয়ে পালিয়ে যান।
ডিনড্রে বাকের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ক্লাব নিউ ইয়র্ক জায়ান্টসের হয়ে খেলেন আর কুইন্টন ডানবার সিয়াটল সিহক্সের খেলোয়াড়। এনএফএল হলো পেশাদার আমেরিকান ফুটবল লিগ। ডিনড্রে বাকের ও কুইন্টন ডানবার ১২ হাজার মার্কিন ডলার ডাকাতি করে নিয়েছিলেন। ছিনিয়ে নেওয়া হাতঘড়িগুলোর মূল্য ২৫ হাজার মার্কিন ডলার।
পুলিশ জানিয়েছে, এক ঘরোয়া পার্টিতে অতিথিরা কার্ড এবং ভিডিও গেমস নিয়ে বাকবিতণ্ডা শুরু করেন। এ সময় বাকের এবং ডানবার অস্ত্র বের করে ডাকাতি শুরু করেন। তাদের সঙ্গে অস্ত্র নিয়ে লাল মুখোশ পরে যোগ দেন আরও ব্যক্তি। ডাকাতি শেষে তিনজনই নিজেদের আলাদা আলাদা গাড়িতে করে পালিয়ে যায়।

এআরআর/০২