এএফসি কাপে কোটা কমছে বাংলাদেশের!

খেলা ডেস্ক


মে ২০, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন



এএফসি কাপে কোটা কমছে বাংলাদেশের!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল করায় আগামী মৌসুমের এএফসি কাপ নিয়ে  জটিলতা সৃষ্টি হয়েছে। এশিয়া অঞ্চলের ক্লাব পর্যায়ের অন্যতম জনপ্রিয় এই আসরটিতে কোটা কমার শঙ্কায় রয়েছে বাংলাদেশ! 
বাংলাদেশের হয়ে দুটি ক্লাব অংশ নিতে পারে এএফসি কাপ ফুটবলে। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে খেলে একটি দল সরাসরি গ্রুপ পর্বে। এবার খেলছে বসুন্ধরা কিংস। আর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলে প্লে-অফ খেলার সুযোগ থাকে। যা এবার খেলে ঢাকা আবাহনী। তবে এবার লিগ বাতিল করায় চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়নি কেউ। ফলে  আগামী মৌসুমের এএফসি কাপ ফুটবলে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ।
বাতিল হওয়া লিগে ছয় রাউন্ড শেষে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান-বসুন্ধরা কিংসসহ শীর্ষ দলগুলো শিরোপার দাবিদার ছিল। এই অবস্থায় বাতিলের ঘোষণা আসলো। বাতিলের সিদ্ধান্ত কি এএফসির নিয়মের বিপরীতে অবস্থান করছে কী না এমন প্রশ্নের জবাবে বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা যা করি এএফসি গাইডলাইন মেনেই করি। এএফসির কাছে কিন্তু জানিয়েই করেছি বৈঠক করেছি। সিদ্ধান্ত নিয়েছি। যখন এএফসির টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় আসবে আমরা গাইডলাইন মেনেই দলের নাম পাঠাবো।’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এ বিষয়ে নির্বাহী কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এআরআর/০৪