করোনায় উয়েফা সভাপতির ঘুম হারাম

খেলা ডেস্ক


মে ২১, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন



করোনায় উয়েফা সভাপতির ঘুম হারাম

করোনায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফাকে। সেকারণে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন সংস্থার সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ‘মিলিয়ন মিলিয়ন’ ডলার ক্ষতির আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি।
বিশ্বজুড়ে অচলাবস্থা তৈরি হওয়ায় গেল মার্চ থেকে স্থগিত রয়েছে ইউরোপের প্রায় সব দেশের ফুটবল লিগ। উয়েফার ক্লাব প্রতিযোগিতাগুলোও (চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ) পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। এরই মধ্যে ফ্রান্স, বেলজিয়াম, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস নিজেদের লিগ বাতিল করেছে। এমন পরিস্থিতিতে উয়েফার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তীব্র শঙ্কা রয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের কাছে উদ্বিগ্ন সেফেরিন বলেছেন, ‘দুই মাসের মধ্যে প্রথমবারের মতো আমি সুইজারল্যান্ডে (উয়েফার সদর দপ্তরে) গিয়েছিলাম গেল সপ্তাহে। সেখানে সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেছি। (হজম করা কঠিন এমন ধরনের) অনেক তথ্য পাচ্ছি। সূচি নিয়েও অনেক জটিলতা রয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার হারাতে যাচ্ছি আমরা।’
তিনি বলেন, ‘ওই দিনের পর থেকে রাতে ঘুমাতে যাওয়াটা কষ্টকর হয়ে পড়েছে। যদি বিছানায় গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি, তবে তা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ বলে মনে হয়।’
শুধু উয়েফা নয়, চলমান ২০১৯-২০ মৌসুম শেষ করা সম্ভব না হলে বা বাতিল হলে বিপাকে পড়বে ইউরোপের প্রতিটি দেশের লিগ কর্তৃপক্ষ। যদিও চলতি সপ্তাহেই শুরু হয়েছে জার্মান বুন্ডেসলিগা। এছাড়া, ইতালিয়ান সিরি আ, স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ রয়েছে মাঠে গড়ানোর অপেক্ষায়।

এআরআর/০২