ম্যানইউর ক্ষতি সাড়ে তিন'শ কোটি

খেলা ডেস্ক


মে ২৪, ২০২০
০৯:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৯:০৭ পূর্বাহ্ন



ম্যানইউর ক্ষতি সাড়ে তিন'শ কোটি

কোভিড-১৯ মহামারীর দরুন খেলাধুলা স্থগিত। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি ৮০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন'শ কোটি টাকা। মৌসুম শেষে অঙ্কটা আরও বাড়বে বলে আশঙ্কা করছে প্রিমিয়ার লিগের এই ক্লাব। নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার ২০১৯-২০ মৌসুমের দুই তৃতীয়াংশের হিসাব দিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। গত মার্চ থেকে স্থগিত ইংলিশ ফুটবলের শীর্ষ লিগ। শেষ পর্যন্ত ফুটবল মৌসুম যদি শেষ করা সম্ভবও হয়, তারপরও টিভিস্বত্বের আয়ের দুই কোটি পাউন্ড সম্প্রচারকারীদের ফেরত দিতে হবে বলে জানিয়েছেন ইউনাইটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ক্লিফ ব্যাটি। করোনাভাইরাসে ম্যানইউর ১১ ম্যাচ পিছিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ যে আরও বাড়বে, সেটা নিশ্চিত।

এএন/০৩