খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন স্থায়ী কমিটির সদস্যরা

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২০
১১:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন



খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন স্থায়ী কমিটির সদস্যরা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন নেতারা।

স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় ম্যাডামের সঙ্গে দেখা করতে যাব। স্বাস্থ্যবিধি মেনে দেখা করব।’

এর আগে সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলের নেতারা। 

গত ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী। সেই থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন তিনি। 

এনপি-০৮