শামসুদ্দিনে নমুনা দিতে এসে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ০৫, ২০২০
০৫:১৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৫:১৭ অপরাহ্ন



শামসুদ্দিনে নমুনা দিতে এসে যুবকের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবকের বাড়ি বালাগঞ্জে, বয়স ৪৫। করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য শুক্রবার ১টার দিকে তিনি হাসপাতালে আসেন। নমুনা সংগ্রহের পরই তাঁর অবস্থা খারাপ হয়। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘন্টাখানেক পর তাঁর মৃত্যু হয়।’

এনসি/এনপি-০৩