ওসমানীনগর প্রতিনিধি
জুন ০৬, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের এক মাদরাসা শিক্ষক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। মৃতের নাম আমিনুল ইসলাম (৪৪)। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর দারুস্ সুন্নাহ মাদরাসার শিক্ষক ও উক্ত গ্রামের বাসিন্দা।
মৃতের শ্যালক মিজানুর রহমান জানান, ঈদের পূর্বে তিনি তাঁর শ্বশুরবাড়ি ওসমানীনগর উপজেলার ইছামতি গ্রামে বেড়াতে আসেন। সেখানে অবস্থানরত থাকাবস্থায় গত ৩/৪দিন পূর্বে তাঁর শরীরে জ্বর দেখা দেয়। আজ শুক্রবার (৫ জুন) সকালে শ্বাসকষ্ট শুরু হলে দুপুর ১২টার দিকে তাঁকে সিলেটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন।
শামসুদ্দিন হাসপাতাল থেকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করলে বেলা ২টায় তিনি মারা যান। এরপর করোনা পরীক্ষার জন্য শহীদ সামসুদ্দিন হাসপাতালে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
আজ শুক্রবার বিকেলে মরহুমের লাশ বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুরস্থ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইউডি/আরআর-১২