সাবেক মেয়র কামরান করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৫, ২০২০
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৯:০২ অপরাহ্ন



সাবেক মেয়র কামরান করোনাভাইরাসে আক্রান্ত

বদরউদ্দিন আহমদ কামরান (ফাইল ছবি)

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বদরউদ্দিন আহমদ কামরানের জ্যৈষ্ঠ সন্তান ডা. আরমান আহমদ শিপলু। তিনি বলেন, ‘আব্বার অবস্থা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

জ্বরের কারণে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি বাসায় আছেন।

এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বাসায় আইসোলেশনে থাকা আসমা কামরানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. শিপলু।  

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত। ইতোমধ্যে মেয়রের একজন ব্যক্তিগত সহকারী, একজন নিরাপত্তাকর্মী, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসায় মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বাসায় কোয়ারেন্টিনে আছেন। 

এনসি/এনপি-১২