সিলেটে ৪৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৫, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন



সিলেটে ৪৭ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আজ শুক্রবার (৫ জুন) ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ শুক্রবার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।  শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও রয়েছেন।’

আক্রান্তদের মধ্যে জকিগঞ্জের ১৮ জন, সদর উপজেলার ১৫ জন, জৈন্তাপুরের ২ জন, গোয়াইনঘাটের ১১ জন ও বিয়ানীবাজার উপজেলার ১ জন। 

এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।

প্রসঙ্গত, আজ শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার ২২ জন, ঢাকার ল্যাবে হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজারের ৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে আজ সিলেট বিভাগের চার জেলায় মোট ৯১ জনের করোনা শনাক্ত হলো। 

এনসি/এনপি-১৩