ওসমানীনগরে সরকারি সার ও বীজ নিয়ে তুলকালাম

উজ্জ্বল ধর, ওসমানীনগর


জুন ০৫, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন



ওসমানীনগরে সরকারি সার ও বীজ নিয়ে তুলকালাম

সিলেটের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে কৃষকদের জন্য প্রদত্ত সরকারী সার ও বীজ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। সরকারি সার ও বীজ স্থানীয় ইউপি সদস্য বিক্রয়ের জন্য গুদামজাত করেছেন- এমন অভিযোগ স্থানীয় লোকজনের। এ নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুক লাইভ প্রচার হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

একাধিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চাতলপাড় বাজারের কাজাদ মার্কেটে ধান ব্যবসায়ী শাহীনের গুদামে সরকারি ৯ বস্তা ধানের বীজ ও ৬ বস্তা সার রয়েছে বলে জানতে পারেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপর বাজারের ওষুধ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নিরঞ্জন সূত্রধর অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় লোকজন নিয়ে কাজাদ মার্কেট ঘেরাও করে রাখেন। বিষয়টি জানাজানির উদ্দেশে আওয়ামী লীগ নেতা নিরঞ্জন সূত্রধর তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন। ফেসবুক লাইভে নিরঞ্জন সূত্রধর সার এবং বীজ স্থানীয় সাদীপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন আহমদ আত্মসাৎ করেছেন বলে প্রচার করেন।

ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাজারে এসে লকডাউন অমান্য করে ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ১০টায় ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর কাজাদ মার্কেটস্থ শাহীনের গুদাম থেকে সরকারি সার ও বীজ উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি।

এদিকে গভীর রাতে সাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন আহমদ ফেসবুক লাইভে এসে সরকারি সার এবং বীজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে লোকজনকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নিরঞ্জন সূত্রধর বলেন, স্বপন আহমদ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি গরিব কৃষকদের জন্য প্রদত্ত সরকারি সার ও বীজ আত্মসাৎ করে কাজাদ মার্কেটে শাহীনের গুদামে রেখে বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে আমরা মার্কেট ঘেরাও করেছি। 

এ ব্যাপারে গুদামের মালিক শাহীনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় চাতলপাড় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ সুহিন বলেন, আমি দোকানে ছিলাম। মানুষের চিৎকার শুনে এসে দেখি সার ও বীজ পাওয়া গেছে। আর কিছু জানি না।

অভিযুক্ত ইউপি সদস্য যুবলীগ নেতা স্বপন আহমদ বলেন, কাজাদ মার্কেটে কে বা কারা সার ও বীজ রেখেছে তা আমার জানা নেই। দায়িত্বে আছি হিসেবে ওয়ার্ডের গরিব কৃষকদের নাম তালিকাভূক্ত করে দেই। এরপর কৃষকরা তাদের নিজ নিজ দায়িত্বে অফিসে গিয়ে কৃষি কর্মকর্তার কাছ থেকে সার ও বীজ বুঝে নিয়ে আসেন। গুদামের মালিক শাহীন একজন কৃষক। তিনিও সরকারি সার ও বীজ বরাদ্দ পেয়েছেন। শাহীনের গুদামের সার-বীজ কিভাবে আমার হয়ে গেল তা বোধগম্য নয়।

এ ব্যাপারে সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, পরিষদের সদস্য কর্তৃক সরকারি বীজ ও সার আত্মসাৎ হয়েছে বলে আমার জানা নেই। কৃষকরা নিজ নিজ দায়িত্বে সরকারি সার ও বীজ কৃষি কর্মকর্তার কাছ থেকে বুঝে নেন। এখানে কারও আত্মসাতের কোনো সুযোগ নেই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, রাতে খবর পেয়ে চাতলপাড় বাজারের একটি গুদাম থেকে সরকারি সার ও বীজ জব্দ করে থানায় নিয়ে আসি। যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের সার ও বীজ ফিরিয়ে দেওয়া হবে।

 

ইউডি/আরআর-১৫