গোলাপগঞ্জে আ.লীগ নেতা লুৎফুর রাহমানের দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০৫, ২০২০
০৮:১৫ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৮:১৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে আ.লীগ নেতা লুৎফুর রাহমানের দাফন সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রাহমান মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) রাত ৯টায় স্থানীয় মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফিজ মাওলানা সাদিকুর রহমান। জানাজায় অংশ নেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। পরে শেখপুরস্থ মরহুমের বাড়ি সংলগ্ন পারিবারিক করবস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লুৎফুর রাহমান মাস্টার। একজন শিক্ষক ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি সকল মহলে সুপরিচিত ছিলেন।

 

এফএম/আরআর-১৭