নিজস্ব প্রতিবেদক
জুন ০৫, ২০২০
০৮:৩১ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
১০:২০ পূর্বাহ্ন
হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একদিনে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজারের ৮ জন। আজ শুক্রবার (৫ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাব ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। সংশ্লিষ্টরা সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জে ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত: আজ শুক্রবার (৫ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। ল্যাব রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল শনিবার (৬ জুন) নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।
হবিগঞ্জে ১৪ জনের করোনা শনাক্ত: হবিগঞ্জে আজ শুক্রবার এক পুলিশ সদস্যসহ ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে চুনারুঘাটের ১০ জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জ উপজেলার ১ জন আজমিরিগঞ্জ উপজেলার ১ জন।
আজ ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান। এ নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৭ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন।
মৌলভীবাজারে ৮ জনের করোনা শনাক্ত : মৌলভীবাজারে আজ শুক্রবার (৫ জুন) আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫২ । বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, আজ শুক্রবার নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়। ঢাকার ল্যাবে তাদের করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার একজন, কুলাউড়ার তিনজন, বড়লেখার দুইজন ও জুড়ীর দুইজন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ সিলেট বিভাগের চার জেলায় মোট ৯১ জনের করোনা শনাক্ত হলো।
এনপি-১৫