নিজস্ব প্রতিবেদক
জুন ০৫, ২০২০
১০:০০ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২০
১০:০৯ অপরাহ্ন
করোনা আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার জ্বর বেড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা সিলেটের কোনও হাসপাতালের ভর্তি করা হতে পারে।
বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু সিলেট মিররকে বলেন, আব্বার শরীরে এখন জ্বর আছে। উনাকে হাসপাতালে নেওয়ার কথা আমরা ভাবছি। তবে সেটা সিলেটের নাকি ঢাকার কোনও হাসপাতাল তা ঠিক করা হয়নি।
তিনি বলেন, আব্বার জন্য পরিবারের পক্ষে সবার কাছে আমি দোয়া চাচ্ছি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিলেট মিররকে বলেন, উনার করোনা পজেটিভ শুনে আমি ভাবীকে ফোন দেই (বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী)। উনি আমাকে জানান তারা কামরান ভাইকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। কারণ কামরান ভাইয়ের অন্যান্য শারীরিক কিছু জটিলতাও আছে।
বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম সিলেট মিররকে বলেন, উনার জ্বর বেড়েছে। শ্বাসকষ্টও আছে। এছাড়া তিনি আগে থেকেই নানান রোগে ভুগছিলেন। প্রতিদিনই উনাকে ৮-১০ টি ওষুধ খেতে হয়।
বদরুল ইসলাম জানান, এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কোনও হাসপাতালে নেওয়ার চিন্তা করা হচ্ছে। শনিবার সকালেই ঢাকা নেয়া হতে পারে।
এর আগে আজ শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বদর উদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়।
এনসি/এনএইচ/বিএ-০১